|
---|
মহ: নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: হরিশ্চন্দ্রপুর,২৪ আগস্টঃ হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা জিপির সালালপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মহঃ রকিবের(২৭) ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।শনিবার প্রায় দুটো নাগাদ তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিসমত বরল প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে ওই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে,’মৃত শিক্ষক তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামের বাসিন্দা। প্রায় তিন মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । চিকিৎসা চলছিল।ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার চলছিল । ২০১৭ সালে স্কুলে শিক্ষকতায় যোগদান করেন। এদিন স্কুলের সকল পড়ুয়াদের চকলেট খাইয়ে বাংলাদেশে ডাক্তারি পড়তে যাওয়া ভাই মহঃ রনি কে ম্যাসেজ করে বাবাকে স্কুলে আসতে বলেন । বাবা সাগর আলম রকিবকে ফোনে না পেয়ে গ্রামেরই বাসিন্দা মহঃ মেরাজকে সঙ্গে করে স্কুলে গিয়ে দেখেন দরজা- জানালা বন্ধ অবস্থা অফিস কক্ষে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ সালালপুর এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী সেমি খাতুন সহ দুই নাবালক সন্তান মেয়ে রুহিন খাতুন (২) ও ছেলে সাকিব আলম( দুই মাস)।মৃতের আত্মীয়রা জানান, ” চার বছর আগে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে সেমি খাতুনের সঙ্গে বিয়ে হয় ।চাকরি পাওয়ার মাত্র প্রায় তিন বছর হয়েছে।এলাকায় রকিবের যথেষ্ট সুনাম রয়েছে। তাঁর মৃত্যুর বিষয়টি পুরোপুরি রহস্যজনক বলেও দাবি করছেন পরিবারের লোকজন৷
হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানান, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।