শিক্ষক দিবসে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সামগ্রী দিলেন শিক্ষক-শিক্ষিকারা

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: শিক্ষক দিবসের দিনে ছাত্র-ছাত্রীদের গ্রামে গ্রামে গিয়ে তাদের হাতে মাস্ক, স্যানিটাইজার, একটি করে থার্মোমিটার ও গাছের চারা তুলে দিলেন শিক্ষক শিক্ষিকারা। রবিবার খড়গপুরের বেনাপুর হাইস্কুলের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রীদের এই স্বাস্থ্যসামগ্রী তুলে দেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা- শিক্ষাকর্মীরা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা- শিক্ষাকর্মীদের প্রদেয় অর্থেই এই সমস্ত সামগ্রী কেনা হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায় জানান,এ ব্যাপারে তিনি বিদ্যালয়ের পরিচালন সমিতির সাথে পরামর্শক্রমে ও স্থানীয় পঞ্চায়েত এর সহযোগিতায় এলাকার এলাসাই, শংকরাচক,কেঁঠিয়া, রামনগর প্রভৃতি প্রায় দশ বারোটি গ্রামে শিক্ষক-শিক্ষিকাদের পাঁচটি দলে ভাগ করে পৌঁছে যান।

     

    তিনি আরো জানান,এই উদ্যোগের মাধ্যমে তাঁরা ছাত্র-ছাত্রীদের করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ এর প্রাক্কালে স্বাস্থ্য বিষয়ক ও পরিবেশ সচেতনতামূলক কিছু পরামর্শ প্রদান করারও সুযোগ গেলেন। শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগ খুশি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মদনমোহন মন্ডলসহ পরিচালন সমিতির সদস্যরা।মদনমোহন বাবু জানান, দীর্ঘদিন স্কুল বন্ধ, ছাত্র-ছাত্রীদের খবর নিতে শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের গ্রামে যাওয়ায় ছাত্র-ছাত্রী, অভিভাবক-আভিভাবিকা সকলেই খুশি। এতে করে শিক্ষক-ছাত্র সম্পর্ক আরো আন্তরিক হবে। অভিভাবকরা জানান, শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে থার্মোমিটার দান করা একটা অভিনব উদ্যোগ। শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকাদের এই অভাবনীয় প্রচেষ্টাকে প্রশাসনের তরফেও অভিনন্দন জানানো হয়েছে। এদিন কর্মসূচি কোভিড বিধি মেনে সম্পন্ন হয়।