|
---|
শিলিগুড়ি: শিলিগুড়িতে খুলছে প্রাথমিক ইষ্কুল চিন্তায় অভিভাবকেরা।করোনার ভ্রুকুটি আবার দেখা দিচ্ছে গোটা বিশ্বের দরবারে।তাই ইষ্কুল খুলে গেলেও চিন্তা থেকেই যাচ্ছে অভিভাবকদের।তাদের একটাই চিন্তা আবার যদি থাবা মারে করোনা তবে তো আবার সেই একই অবস্থা হয়ে যাবে।শিলিগুড়ির বেশীরভাগ প্রাথমিক ইষ্কুলে নেই সঠিক পরিকাঠামো,মাষ্ক পড়ে আসা তো দুরের কথা নিয়ম মেনে চলছেন না কেউই,আর কারা নিয়ম তৈরী করবেন?সেই দিদিমনিরাও ইষ্কুলে চলে আসছেন মাষ্ক ছাড়াই।নুন্যতম ব্যাবধানে বসবার কোন বালাই নেই ছাত্রছাত্রীদের।
শিলিগুড়িতে প্রায় আঠেরোটি প্রাথমিক ইষ্কুল আছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা মিলিয়ে।তার মধ্যে প্রায় পনেরোটি ইষ্কুলেই কোন পরিকাঠামো নেই করোনা পরিস্থিতিতে মোকাবিলা করবার।কাজেই করোনা আবার দেখা দিলে কিভাবে ব্যাবস্থা নেওয়া হবে কেউই জানেন না।মিড ডে মিলের কোন নির্দিষ্ট দিন নেই।ইষ্কুলে মিড ডে মিলের জন্য কোন আলাদা জায়গা নেই।মিড ডে মিল নিতে উপচে পড়ে ভীড়।সব ক্লাস একবারে মিড ডে মিল নিচ্ছে কোন নিয়ম কানুনের বালাই নেই।প্রাথমিক ইষ্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য নানা ব্যাবস্থা নিচ্ছে রাজ্য সরকার কিন্তুু তার নুন্যতম ছোয়া এসে পৌছায় নি শিলিগুড়ির এইসব প্রাথমিক ইষ্কুলে।কাজেই ইষ্কুল খুলে গেলেও নিজের বাচ্চাদের ইষ্কুলে পাঠাতে সাহস করছেন না অভিভাবকেরা।