লক্ষ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্বার করল বন দপ্তর

নিজস্ব সংবাদদাতা: ফের উদ্ধার সেগুন কাঠ। আজ সকালে ফুলবাড়ি বাজারের কাছে দুটি ট্রাক সমেত প্রায় ছয় লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার করল বন দপ্তর এবং মাটিগাড়া পুলিশ।আজ সকালে ওই দুটি ট্রাক ড্রাইভার যখন ট্রাক দুটি থামিয়ে চা খাচ্ছিলেন তখনই তাদের আটক করে বন দপ্তর এবং পুলিশের যৌথ বাহিনী। মোট আটজনকে আটক করা হয়েছে। তাদের আগামীকাল অর্থাৎ সোমবার কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।আটক আটজনের মধ্যে 5জনের বাড়ি কোচবিহার এবং রায়গঞ্জে। তারা শিলিগুড়ির প্রধাননগরে দুটি বাড়িতে ভাড়া নিয়ে থাকত। এইসব অসামাজিক কাজকর্ম করবার জন্য তারা একটি পুরানো গাড়িও কিনেছিল বলে জানতে পারা গেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইলও উদ্ধার করেছে বন দপ্তর এবং মাটিগাড়া পুলিশ। তাদের জেরা করে জানতে চেষ্টা করছে পুলিশ তাদের সাথে আন্তর্জাতিক কাঠ পাচার চক্রের কেউ জড়িত আছে কি না। তবে জানা গেছে তারা স্থানীয় বেশ কিছু যুবকদের টাকার লোভ দিয়ে কাজ করাতো। তাদের আসল পাচার করবার ঠিকানা হল নেপাল এবং ভূটান বর্ডার।