|
---|
মহম্মদ নাজিম আক্তার, নতুন গতি, মালদা: বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরে উত্তীর্ণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ২২ জন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানালেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মালশদাহ গ্রাম পঞ্চায়েত। এদিন মশালদাহ গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে এই অনুষ্ঠান হয়।
মশালদাহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র-ছাত্রীদের পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট, ডায়েরি ও স্কুল ব্যাগ দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের বিডিও প্রীতম সাহা, শিক্ষা কর্মদক্ষ মহম্মদ মনিরুল ইসলাম, মশালদাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন ও উপ-প্রধান মহম্মদ ইসমাইল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিডিও প্রিতম সাহা জানান এবছর উচ্চ মাধ্যমিকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে গুলজার আলি পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছে। অপরদিকে মিজানুর রহমান ৯৫.৬২ শতাংশ নম্বর পেয়ে হাই মাদ্রাসা বোর্ডে মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছে। তারা যেন বড় মাপের মানুষ হয়ে দেশের সেবায় কাজ করতে পারে তা আশির্বাদ করেন।