সঞ্জীবনী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পিছিয়ে পড়া বঞ্চিত শিশুর পড়াশোনার দায়িত্বসহ পাঠ্যপুস্তক বিতরণ ও আলোচনা সভা মালদায়

নতুন গতি, ওয়েব ডেস্ক : পুরাতন ওল্ড মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মঞ্জিল খা গ্রামে, সঞ্জীবনী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে, গ্রামের ৯৫ টি আদিবাসী ও রাজবংশী পিছিয়ে পড়া বঞ্চিত শিশুর পড়াশোনার দায়িত্বসহ পাঠ্যপুস্তক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিদিন শিক্ষাদানের জন্য গৌতম হাঁসদা ও প্রিয়া সরকারকে নিযুক্ত করা হয়। বক্তব্য রাখেন অধ্যাপক ডেভিড দাশ, ভারত স্কাউটস এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সেন্ট জন্স অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল, সঞ্জীবনী সদস্য অঞ্জনা মন্ডল, অরিন্দম ঘোষ দিলীপ দে প্রমূখ। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদার পক্ষ থেকে কুসংস্কার বিরোধী ম্যাজিক পরিবেশন করা হয়। সঞ্জীবনীর পক্ষ থেকে সকলকে আহারের ব্যবস্থা করা হয়।