|
---|
নিজস্ব সংবাদদাতা : পঞ্জাবে বিধানসভা ভোটে সাফল্যের পরে বাংলায় ফের নজর দিয়েছে আম আদমি পার্টি (আপ)। এ বার নতুন উদ্যমে সদস্যপদ অভিযানও শুরু করে দিল তারা। শহরে এসপ্ল্যানেড, তেলেঙ্গাবাগান, মানিকতলা, শিয়ালদহ স্টেশন-সহ বিভিন্ন জায়গায় ছাউনি খুলে সদস্যপদ সংগ্রহে নেমেছে দলের কলকাতা শাখা। সদস্যপদ সংগ্রহ চলছে অন্যান্য জেলাতেও। সদস্যপদ দেওয়ার পাশাপাশিই প্রচারপত্র হাতে দিল্লি ও পঞ্জাবের আপ সরকারের নানা কাজের বিবরণ এবং বাংলায় দুর্নীতিমুক্ত রাজনীতির আশ্বাসের কথা মানুষকে শোনাচ্ছেন আপ কর্মীরা। আপ নেতৃত্বের দাবি, মানিকতলার হরি সাহা বাজারে সোমবার তাঁদের দলের এমন প্রচার অভিযানে ভাল সাড়া পাওয়া গিয়েছে। ছাউনি খুলে ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে ‘মিস্ড কলে’ সদস্য নেওয়ার পুরনো প্রথাও চলছে।