জাতীয় সড়কের উপর এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা!

নিজস্ব সংবাদদাতা : ফের শ্যুট আউট কোচবিহারে (Coochbehar Shootout) ! জাতীয় সড়কের উপর এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সেই ব্যক্তির। নিহতের নাম সুশীলচন্দ্র দাস। আদতে তিনি অসমের বাসিন্দা হলেও মহিষবাথান এলাকায় থাকতেন। তিনি জমি কেনা-বেচার ব্যবসায় জড়িত ছিলেন।

    রবিবার রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। বাইক নিয়ে এদিন তিনি বাড়ির দিকেই ফিরছিলেন বলে জানা যায়। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় (Coochbehar Shootout)। শরীরে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়ে যান ওই ব্যবসায়ী। এরপরই এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কতীরা।

    পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুশীলবাবুকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশ ডাকেন। পুলিশ সুশীলকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহার এমজেএম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়রা জানিয়েছেন, মহিষবাথানের বাড়িতে ওই ব্যক্তি একাই থাকতেন। অসমে তাঁর আত্মীয়দের কাছে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

    সোমবার সকালে এলাকায় যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ সহ একাধিক পুলিশ আধিকারিক। পুলিশ জানিয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে সেবিষয়ে তদন্ত শুরু করেছে তারা। কেন এই খুন তার কারণ খুঁজছেন তদন্তকারীরা।