|
---|
নতুন গতি প্রতিবেদক : ব্যপক সংঘর্ষ,বেপরোয়া ভাঙচুর ধুন্দুমার কাণ্ড শিলিগুড়ির এনজিপি চত্তরে। ঘটনার সূত্রপাত শ্রমিক এবং গাড়ির চালক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে। আইএনটিটিইউসি-র শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়ের অভিযোগ শ্রমিক নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই টালবাহানা চলছে। কিন্তু স্থানীয় শ্রমিক এবং গাড়ির চালক নিয়োগ না করে বহিরাগত শ্রমিকদের দিয়ে কাজ চলছে স্থল বন্দরে।
স্থানীয়দেরই কর্মসংস্থানের সুযোগ করে দিবার দাবীতেই আজ বিক্ষোভ অভিযান চালায় শাসক দলের শ্রমিক সংগঠন। নেতৃত্ব দেন শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়। এদিন স্থল বন্দরের দরজা, জানালার কাঁচ থেকে কোটি টাকার যন্ত্রাংশ, ল্যাপটপ, কম্পিউটার, আসবাব, মোটর বাইক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিছুই বাদ যায়নি শাসক দলের শ্রমিক নেতা, কর্মীদের তাণ্ডবে। পালটা পুলিশের লাঠিচার্জ। পুলিশ বেশ কয়েকজন শ্রমিক নেতা, কর্মীকে গ্রেপ্তার করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। সবমিলিয়ে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় স্থল বন্দর দফতর।
আজকের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবও। এই ধরনের আন্দোলনের কড়া নিন্দা করেছেন জেলা আইএনটিটিইউসি সভাপতি অরূপ রতন ঘোষও। একটি রিপোর্ট সংগঠনের রাজ্য নেতৃত্বের কাছেও পাঠিয়েছেন। সূত্রের খবর এদিনের ঘটনায় পদ খোয়াতে পারেন শ্রমিক নেতা প্রসেনজিৎ রায়।