|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সংগ্রামী যৌথ মঞ্চে’র ডাকা ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতিতে অংশগ্রহণকারী কর্মচারীদের ছুটি মঞ্জুর না করা এবং বেতন কেটে নেওয়ার নির্দেশের প্রতিবাদ জানালো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। কেন্দ্রীয় হারে ডি এ প্রদানের দাবিতে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ অর্থ দফতরের পক্ষ থেকে কর্মবিরতিতে অংশগ্রহণকারী কর্মচারীদের ছুটি মঞ্জুর না করা এবং বেতন কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সরকারের এই নির্দেশিকার প্রতিবাদ জানানো হয়। সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এক প্রেস বিবৃতিতে বলেন রাজ্যে ৩৯% শতাংশ ডি এ বাকি। অথচ সরকার মাত্র ৩% ডি এ র ঘোষণা করেছে যা ভিক্ষার সামিল। তাই কর্মচারীরা প্রচন্ড ক্ষুব্ধ এবং তারা দুদিন কর্মবিরতি পালন করবেন। এর ফলে সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাস্তবে ধর্মঘটের চেহারা নেবে। তাই সরকার কর্মচারীদের ভয় দেখিয়ে গড়ে ওঠা আন্দোলন ভাঙ্গার জন্য এধরণের নির্দেশ দিয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন কর্মচারীরা একে উপেক্ষা করেই কর্মবিরতি পালন করবেন। উল্লেখ্য,বুধবার রাজ্য বাজেটে সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ DA-র ঘোষণা করেছেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য ‘DA-র নামে ভিক্ষা দিয়েছে’, এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মচারি সংগঠনের।শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী ফেসবুক বার্তায় বলেন,
এই অগণতান্ত্রিক নির্দেশিকা শিক্ষক-কর্মচারীদের আরো বেশি ক্ষুব্ধ ও ঐক্যবদ্ধ করবে। সমস্যার সমাধান না করে, আলোচনায় না বসে এই ধরনের অগণতান্ত্রিক নির্দেশিকার তীব্র বিরোধিতা করছি। বিগত দিনে এমন নির্দেশিকা বহুবার জারি করেছে সরকার। নতুন করে ভয় দেখানোর কিছু নেই। শিক্ষক, কর্মচারীরা এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দুদিনের কর্ম বিরতিকে সর্বাত্মক করে তুলবেন।