|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : শনিবার রাতেই ১ কোম্পানি সিআরপিএফ (CRPF) পৌঁছল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।আজ রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ ডানকুনি থেকে গাড়িতে করে তারা কেশপুরে পৌঁছয়। রাতে বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে কেশপুর কিষাণ মান্ডিতে। আগামীকাল সকাল থেকেই এলাকা পরিদর্শন এবং রুট মার্চ হবে বলে সূত্রের খবর।
এই বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বাবলু হাজরা জানালেন, “আমরা কেশপুরে শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর। আগামীকাল থেকেই আমরা দায়িত্ব বুঝে নেব।”