কাল সকালে ভোটের ফলাফলের সময় উপস্থিত না থাকলেও দুপুরে শিলিগুড়িতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : কাল দুপুরে শিলিগুড়িতে থাকছেন মুখ্যমন্ত্রী।কাল সকালে ভোটের ফলাফলের সময় উপস্থিত না থাকলেও দুপুরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।এদিকে পুরসভার ভোটের ফলাফলের দিন মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর আলোচনা।বলা হচ্ছে এবারে মুখ্যমন্ত্রী শিলিগুড়িকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চান।কারন বছরের পর বছর শিলিগুড়ি অধরা তৃণমূলের কাছে,প্রচুর প্রকল্প এবং প্রচুর সুবিধা দেওয়া হলেও শিলিগুড়ি অধরাই তৃণমূলের কাছে,।এবারে শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের দখলে আসছে এরকম একটা আভাস পেয়েছেন মুখ্যমন্ত্রী,তাই তিনি হয়ত একটা আলোচনা করতে চান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার শীর্ষ নেতৃত্বের সাথে।শিলিগুড়ি যদি তৃণমূল কংগ্রেস দখল করে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও তৃণমূলের ফলাফল ভালো হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।তাই কাল হয়ত শিলিগুড়িকে নিয়ে আগামী 5বছরের পরিকল্পনা করতে চলেছেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী আগামীকাল শিলিগুড়িতে আসছেন এই খবর পেয়েই আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের এক জরুরী বৈঠক ডেকেছেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।তিনি জানান আগামীকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আসছেন আর আমরা নিশ্চিত কাল আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে একশ শতাংশ ভালো খবর দেবো।শিলিগুড়িতে এবার তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে আর এর চাইতে ভালো ফল কি হতে পারে।