|
---|
নিজস্ব সংবাদদাতা : মাদক পাচার চক্রের তদন্তে বড়সর সাফল্য পেল সিআইডি। গোয়েন্দাদের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২ কেজি ৮৫০ গ্রাম ওজনের হেরোইন। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। নদিয়ার কালিগঞ্জ থানার পলাশীপাড়ার বড়নলদা থেকে মাদক পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম জুল্লুর রহমান শেখ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে হেরোইনের পাচার চলছিল। সেই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে সিআইডি। অবশেষে পলাশীপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সিআইডির মাদক বিভাগের আধিকারিকরা পলাশীপাড়ার বড় নলদা এলাকার ওই বাসস্ট্যান্ডে হানা দিয়ে ওই ব্যক্তিকে প্রথমে আটক করে। তার হাতে একটি নাইলনের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ওই পরিমাণ হেরোইন। ব্যাগ থেকে তিন প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সিআইডির গোয়েন্দারা।মাদক পাচার চক্রের তদন্তে বড়সর সাফল্য পেল সিআইডি। গোয়েন্দাদের জালে ধরা পড়ল এক মাদক পাচারকারী। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২ কেজি ৮৫০ গ্রাম ওজনের হেরোইন। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। নদিয়ার কালিগঞ্জ থানার পলাশীপাড়ার বড়নলদা থেকে মাদক পাচারের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের নাম জুল্লুর রহমান শেখ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বেশ কয়েক দিন ধরে হেরোইনের পাচার চলছিল। সেই ঘটনার খবর পেয়ে তদন্তে নামে সিআইডি। অবশেষে পলাশীপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে বছর পঞ্চাশের ওই ব্যক্তিকে গ্রেফতার করেন গোয়েন্দারা। জানা গিয়েছে, সিআইডির মাদক বিভাগের আধিকারিকরা পলাশীপাড়ার বড় নলদা এলাকার ওই বাসস্ট্যান্ডে হানা দিয়ে ওই ব্যক্তিকে প্রথমে আটক করে। তার হাতে একটি নাইলনের ব্যাগ ছিল। সেই ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ওই পরিমাণ হেরোইন। ব্যাগ থেকে তিন প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সিআইডির গোয়েন্দারা।সিআইডির অনুমান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। ধৃত ব্যক্তি কোথা থেকে এই পরিমাণ হেরোইন পেল? কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল? তা সমস্ত জানার চেষ্টা করছেন সিআইডির গোয়েন্দারা। আজ বৃহস্পতিবার ধৃতকে কৃষ্ণগর আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে এনডিপিস অ্যাক্ট বা মাদক আইনে মামলা রুজু করেছে সিআইডি। পাচার চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে সে সম্পর্কে তথ্য জানার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিআইডি