|
---|
নিজস্ব সংবাদদাতা : কল্যাণী থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশী পাখি। এসটিএফ, কল্যাণী থানা এবং বন দফতরের মিলিত অভিযানে নদিয়ার কল্যাণী থানার কল্যাণী বি ব্লক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশী পাখি । উদ্ধার হওয়া পাখিগুলিকে পাঠানো হয়েছে বন দফতরে। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে যে, নদিয়ার কল্যাণী থানার কল্যাণী বি ব্লকে সৌমেন বিশ্বাস নামে এক যুবক বাড়ি ভাড়া নিয়ে চোরাপথে বাংলাদেশ ও অন্যান্য জায়গা থেকে বিদেশী পাখি নিয়ে এসে ব্যবসা করত। খবর পেয়েই এসটিএফ এবং বন দফতরের কর্মীদের সঙ্গে মিলিত অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। গতকাল বিকেলে ধৃত যুবকের বাড়িতে হানা দেন তাঁরা। এবং সেখান থেকে ১৩৮টি বিরল প্রজাতির বিদেশী পাখি উদ্ধার হয়। উদ্ধার হওয়া পাখিগুলিকে বন দফতরের কাছে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা বিদেশী পাখিগুলির মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।