শুক্রবার রাত থেকে সারা দেশে কার্যকরী হল নাগরিকত্ব সংশোধনী আইন

নতুন গতি ওয়েব ডেস্ক,শুক্রবার রাতে সরকার গেজেটে বিজ্ঞপ্তি দিয়ে জানাল, আজ থেকে সারা দেশে কার্যকরী হচ্ছে সিএএ আইন। সরকার কিছুতেই যে পিছু হটবে না তা জলের মত পরিষ্কার।
দেশের প্রায় প্রতিটি রাজ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তারই মাঝে এই বিজ্ঞপ্তি।নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হয় গত ১১ ডিসেম্বর।
শুক্রবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন (২) এবং সেকশন ১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ওই আইন কার্যকরী হল।