শহরের বুকে হাড় হিম করা ডাকাতির ঘটনা, লক্ষ লক্ষ টাকা লুট করে পালালো ডাকাতের দল

নিজস্ব সংবাদদাতা : শহরের বুকে হাড় হিম করা ডাকাতের ঘটনা, ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়িতে। শিলিগুড়ির একটি গাড়ির শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গোটা শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির অন্তর্গত মাটিগাড়ার একটি গাড়ির শোরুমে শুক্রবার ভোরে ডাকাতের ঘটনা ঘটে। অন্তত ২৪ লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা সূত্রে খবর মিলেছে।

     

     

    সূত্রে খবর মিলেছে শুক্রবার ভোরে অন্তত সাতজন দুষ্কৃতীর একটি দল শিলিগুড়ির অন্তর্গত মাটিগাড়া একটি গাড়ির শোরুমে ডাকাতি চালায়। মাত্র ৩০ মিনিটের মধ্যে লুটপাট করে অন্তত ২৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। গাড়ির শোরুম এর নিরাপত্তা রক্ষীদের মারধর করে ও বেঁধে রেখে তারা ডাকাতি চালায় বলে জানা গেছে। পুলিশ কমিশনার জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

     

     

    গাড়ির শোরুমের মালিক এই প্রসঙ্গে জানান, দেওয়াল টপকে সাত জন দুষ্কৃতি ভিতরে প্রবেশ করে ডাকাতি চালায়। উল্লেখ্য ঈদের কারণে ব্যাংক বন্ধ থাকার জন্য টাকা জমা দেওয়া সম্ভব হয়নি তাই টাকা শোরুমের মধ্যেই ছিল। পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে এই ডাকাতির পিছনে হয়তো শোরুমের কেউ জড়িয়ে রয়েছে। কারণ ঈদের কারণে যে টাকা জমা দেওয়া যায়নি ও এতগুলো টাকা শোরুম এর ভেতরেই রয়েছে এই বিষয়ে শো রুমের কর্মী ছাড়া বাইরের কারোর পক্ষে চট করে জানা সম্ভব নয়। গোটা পরিস্থিতির উপর বিশেষ নজরদারি করা হয়েছে। শহর জুড়ে চলছে নাকা চেকিং।