|
---|
নিজস্ব সংবাদদাতা : বীর শহীদ সঞ্জয় ওরাও ,তাঁর পূর্ণ বয়ব মূর্তির আবরণ উন্মোচন হল আজ। এদিন তাঁর আবরণ উন্মোচন করলেন পদ্মশ্রী করিমুল হক ।
শুক্রবার নকশালবাড়ি ব্লকের অন্তর্গত পানিঘাটা রোড সংলগ্ন এলাকায় অবস্থিত কমলপুর চা বাগানে রাইফেলম্যান সঞ্জয় ওরাওয়ের পূর্ণ বয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হলো। দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন,শহীদ সঞ্জয় ওরাও, কমলপুর চা বাগানের নাম ইতিহাসের পাতায় তুলেছেন। তাঁর পরিবার ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পুর্ন বয়ব মূর্তি চা বাগানে বসানো হলো। পূর্ণ শ্রদ্ধার সাথে মূর্তির উন্মোচন করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চা বাগানবাসীরাও।