|
---|
নিজস্ব সংবাদদাতা :কবাডিতে আবারও এশিয়া সেরা ভারত, ইরানকে উড়িয়ে দিয়ে কবাডি এশিয়া কাপ জিতে নিল। প্রথম থেকেই শুরুটা দারুন করেছিল ভারতীয় কবাডি দল। ইরান প্রথম অর্ধে মরিয়া চেষ্টা করে খেলায় ফিরে আসার। তবে ভারতের কাছে পাত্তা পায়নি তারা, প্রথম অর্ধের শেষে ভারত এগিয়ে থাকে। তবে দ্বিতীয় অর্ধে ইরান শক্ত প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু সেই শক্ত প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। খেলার ফলাফল ভারত ৪২ ইরান ৩২।
গ্রুপ লীগের সব কটি ম্যাচ জিতেছে, অপরদিকে ইরান কেবলমাত্র ভারতের কাছে পরাজিত হয়েছে। ২০০৩ সালে শেষ বার ইরান এশিয়া কাপ কবাডি জিতেছিল। ভারত গত নয়টি সংস্করণের মধ্যে আটটি জিতেছে।
সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস, ভারতীয় কাবাডি দলের চোখ এশিয়ান গেমসে রয়েছে। ২০১৮ সালের ভারত ইরানের কাছে এশিয়ান গেমসে ধরাশায়ী হয়েছিল। তবে এবার ভারত আত্মবিশ্বাসে টকবক করছে।