শেষ হল বিরস্থলীর ধর্মীয় জালসা

উজির আলী, নতুন গতি, চাঁচল: ২৮ নভেম্বর
পাঠানপাড়া গ্রাম, তবে সরকারি খাতে তা এখন বিরস্থলী বলে পরিচত। এক দশক পূর্বে চাঁচলের ওই গ্রামে ইসলামিক জালসা চলত। তবে তা স্বল্প ব্যয়ে, কারন সেদিনের কালে এলাকার পরিবার গুলোতে দুর্দশা বহন করত। তাই দীর্ঘদিন জালসা অনুষ্ঠান স্থগিত ছিল বলে জানান গ্রামবাসীরা।
যুগের কালক্রমে এলাকায় রোজগার বেড়েছে। সম্প্রীতি গত বছর থেকে ইসলামিক জালসার অনুষ্ঠান শুরু করেছেন এলকাবাসী। একইভাবে গ্রামবাসীর উদ্যোগে বুধবার এক নিশা ইসলামিক জালসার আয়োজন করেন তারা। অত্র জালসা কমিটি সদস্য ফারুক হোসেন জানান, জেলা, ভিন-জেলা- রাজ্য থেকে সর্বমোট পাঁচজন বক্তা বক্তব্য রাখেন এদিনের জালসায়।
মুম্বাই থেকে আমন্ত্রিত প্রধান বক্তা ফাখরুদ্দিন হাসমতি জালসার বক্তব্যতে দীনি শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ তা মনোযোগ সহকারে শ্রবণ করেন। তাছাড়াও এদিনের জালসায় চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে সমাজের প্রতি বিশেষ বার্তা প্রেরন করেন।
একরাতের জালসাকে কেন্দ্র করে গোটা গ্রাম উৎসব মুখরিত হয়ে ওঠে। জালসা মেলায় দূর দুরান্ত থেকে ব্যবসায়ীদের আগমন ঘটে মেলায়। মেলায় জন সমাগম ঘটে প্রচুর। এলাকায় কোনো ফাঁকা জায়গা না থাকায় অনুষ্ঠান কেন্দ্রেটি ৮১ নং জাতীয় সড়কে নিকটে আয়োজিত হয়। ফলে মেলার ভিড়ে যানবাহন নিয়ন্ত্রিত রাখতে চাঁচল পুলিশ বিশেষ ভুমিকা পালন করেছে।