|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নবরুপে নবনির্মিত মাঝের হাট ব্রিজের দ্বার খুলে দেওয়া হল জনসাধারনের জন্য। ব্রিজের নতুন করে নামকরন করা হল “জয় হিন্দ”সেতু নামে। 2018 হৃদয়বিদারক মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনা প্রায় সকলেরই জানা, দুর্বিষহ সেই সময়ের কথা মনে করলেই যেকোন মানুষের শরীরের শিহরণ জাগে। সেই ভেঙে পড়া সেতুর ফলের নিত্য নৈমিত্তিক জীবনে বেহালাবাসীর বেহাল অবস্থা হয়েছিল।
আজ প্রায় আড়াই বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ববোধনে সেই মাঝেরহাট ব্রিজেকে আধুনিক ভাবে আগের থেকে উচ্চ মানে পূর্ন নির্মিত করা হয় ও এই সেতুকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর একশোপঁচিশ তম জন্মবার্ষিকীকে সামনে রেখে নানা পদক্ষেপ গ্রহন করছে রাজ্যসরকার, এই জয় হিন্দ সেতু সেই নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপনেরই একটি বলে জানান রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরোও বলেন, আমি চাই জয় হিন্দ মানুষের মুখে ফিরুক সেই কারণে সরকারের এই সিদ্ধান্ত ।