আন্তর্জাতিক ভাষা দিবসের স্মরণে কালিয়াচকের কাসার কবি গোষ্ঠী

আন্তর্জাতিক ভাষা দিবসের স্মরণে কালিয়াচকের কাসার কবি গোষ্ঠী

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, কালিয়াচক: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
    আমি কি ভুলিতে পারি”

    আমি গর্বিত আমি বাঙালি, আমি গর্বিত আমার মাতৃভাষা বাংলা, এ এমন ভাষা যার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজপথে আমার বাঙালী ভাইয়েরা দিয়েছিল প্রাণ, সে বলিদানের কথা স্মরণ করে সারা বিশ্বে পালন করা হয় দিনটি। এ আমাদের মায়ের ভাষা,
    এ আমাদের প্রানের ভাষা,
    এই ভাষা আমাদের গর্ব,
    এই ভাষা আমাদের অহঙ্কার।

    এই ভাষা দিবসকে গুরুত্ব দিয়ে স্মরনীয় করে তুলতে কালিয়াচকের কাসার কবিগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হলো সারাদিন ব্যাপী সাহিত্য অনুষ্ঠান ও বনভোজন। আজ একুশে ফেব্রুয়ারি ২০২১ মালদা জেলার ইংরেজবাজার সংলগ্ন কাঁটাগড় এলাকায় আম বাগানের মনোরম পরিবেশে সারাদিন ব্যাপী সাহিত্য আলোচনা, ভাষা দিবস সম্পর্কিত কুইজ-বক্তব্য, এবং ভাষা দিবসকে কেন্দ্র করে স্বরোচিত কবিতার প্রতিযোগিতার মাধ্যমে দিনটিকে উদযাপন করা হলো। তরুন তুর্কি কবিরা স্বরোচিত কবিতা ও আঞ্চলিক কবিতার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানকে মুখরিত করে তোলেন।

    ভাষা দিবস নিয়ে কাসার কবি গোষ্ঠীর সম্পাদক আবদুর রউফ বলেন ” আমরা বছরের প্রত্যেক মাসেই একটা করে সাহিত্য আলোচনা আড্ডার আয়োজন করে থাকি, তবে ভাষা দিবসকে কেন্দ্র করে আজকের এই সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের কাছে আলাদাই একটা রোমাঞ্চকর স্মৃতি হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের কবি গোষ্ঠীর তরফ থেকে আমরা প্রতিবছর চেষ্টা করবো অমর একুশের স্মরণে সাহিত্য আড্ডা করার।

    কাসার গোষ্ঠীর মুখপত্র “তুঁতপত্র” পত্রিকার সম্পাদক মুহাম্মদ খাদেমুল ইসলাম রুপম বলেন ” ভাষা দিবস আমাদের বাঙালীদের কাছে ভীষন গুরুত্বের ও আবেগের মুহুর্ত। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সমগ্র পশ্চিমবঙ্গের বাংলা ভাষা ব্যবহারকারী জনগনের কাছে একটি দিন। আর এই দিনে ভাষা দিবসের আমাদের শহীদ ভাইদের স্মরণে আমরা এই সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে উদ্যোগী হই। এরকম সাহিত্য আড্ডার মাধ্যমে আমাদের কালিয়াচক তথা মালদা জেলার উঠতি কবিদের পরিচিতি ও অনেক নতুনদের সাহিত্য প্রতিভা খুঁজে পাই।