|
---|
কুলতলিতে হদিস মিলল অস্ত্র কারখানার
বাবলু হাসান লস্কর, দঃ চব্বিশ পরগনা : কুলতলী বিধানসভার, জয়নগর দুই নম্বর ব্লকের মনিরতট অঞ্চলের ৪নম্বর গ্রামে ধৃত তিন ধৃতের নাম খয়রুল সেখ পিতা মৃত রহমান, সাইদুল সেখ পিতা সুলতান, ফয়জুল্লাহ শেখ পিতা রহমান। গতকাল গভীর রাতে বকুলতলা থানার অফিসারদের তৎপরতায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার তিন। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাজাহান মোল্লা কথায় এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল । নির্বাচন আসার পূর্ব মুহূর্তে সক্রিয় হয়ে ওঠেন এই সমস্ত দুষ্কৃতীরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয় অস্ত্র সহ হাতেনাতে পাকড়া করেন তিন জনকে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।