হনুমানের কামড়ে মৃত্যু বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক:- হনুমানের কামড়ে মৃত্যু বৃদ্ধের! বাঁকুড়ার লালপুর গ্রামের ঘটনা। পুলিস জানায়, মৃতের নাম কানাইলাল কুণ্ডু। বৃদ্ধের মৃত্যুর পরই হনুমানের আতঙ্ক ছড়িয়ে লালপুর গ্রামে। হনুমানটিকে ঘুমপাড়ানি গুলি করে ধরতে তৎপর হয়েছে বন দফতর।বাঁকুড়ায় মাঝেমধ্যেই হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে। এবার হনুমানের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে খাবারের খোঁজে লালপুর গ্রামে ঘোরাঘুরি করছিল দুটি হনুমান। বৃহস্পতিবার সকালে ওই দুটি হনুমানের মধ্যে ঝগড়া শুরু হয়। সেই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৮২ বছরের বৃদ্ধ কানাইলাল। আচমকাই হনুমানদের ঝগড়ার মাঝে পড়ে যান তিনি। হঠাৎ করে একটি হনুমান কামড়ে দেন বৃদ্ধকে। এতটাই জোরে কামড়ে ধরে, যে স্থানীয়রা কিছুতেই ছাড়াতে পারছিলেন না ওই বৃদ্ধকে। শেষমেশ হনুমানটি ছাড়ার পর দেখা যায়, কানাইলালের বাঁ পায়ে গভীর ক্ষত হয়ে গিয়েছে। গলগল করে রক্ত বেরোতে থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যাওয়ার পথেই অচৈতন্য হয়ে পড়েন ওই বৃদ্ধ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।বাঁকুড়া উত্তর বনবিভাগের অধিকর্তা কল্যাণ রাই জানান, অনেক বয়স হয়ে যাওয়ায় হনুমানের কামড়ে ভয় পেয়ে যান ওই বৃদ্ধ। হয়ত সে কারণেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান বনদফতরের অধিকর্তা। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি করে পাকড়াও করা হয় হনুমানটিকে।