|
---|
নিজস্ব সংবাদদাতা : ব্যস্ত সময়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল চত্বরে চলল গুলি। রোগী সেজে হাসপাতালেই লুকিয়েছিল হামলাকারীরা। গুলিবিদ্ধ খুনে অভিযুক্ত এক দুষ্কৃতী। আদালতে তোলার আগে বেলা ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস-সহ কয়েকজন বন্দিকে মেডিক্যাল পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় গুলি চলে। গুলিবিদ্ধ টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী। হাসপাতালে পুলিশের সামনেই গুলি চলায় অন্য বন্দি ও রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের গেট। হামলাকারীদের সন্ধান পেতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।