সংবাদ মাধ্যমে প্রচার হতেই শুরু রতুয়া ধোবি মোর থেকে শিবপুর ঘাট পর্যন্ত শুরু রাস্তা মেরামতের কাজ

নতুন গতি নিউজডেস্ক : কাহালা গ্রাম পঞ্চায়েতের ধোবি মোড় থেকে শিবপুর ঘাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল ৷ এই রাস্তার উপর নির্ভর করে পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মানুষ ৷ প্রতিদিন 20 -25হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করে ৷2018 সালের ফেব্রুয়ারি মাসে জেলা পরিষদের তরফে এই রাস্তা সংস্কারের জন্য 3 কোটি 31 লাখ 50 হাজার 119 টাকা বরাদ্দ করা হয় ৷ রাস্তার কাজও শুরু করে ঠিকাদার সংস্থা ৷শুরু হয়েছিল কাজ তৈরি ও হয়েছিল কিছুটা রাস্তা তারপরে একদিন হটাত নানা কারণ দেখিয়ে কাজ বন্ধ করেদেই তারপর থেকে জিন্ন অবস্থায় পড়ে থাকে রাস্তার কাজ যার মাসুল দিতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে রতুয়া হাসপাতাল গামি রোগীদের। শুরু হয় রাজনৈতিক জল্পনা কিন্তু কাজ শুরু হয় না
গত 30 অক্টোবর সংবাদমাধ্যমে সেটা তুলে ধরা হয় সংবাদ মাধ্যমে খবর ছড়াতেই নড়েচড়ে বসে প্রশাসন দ্রুতগতিতে রস্তার কাজ চালু হয়েছে আর সেই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী থেকে নিত্যযাত্রী সকলেই সকলেই ধন্যবাদ জানিয়েছে সংবাদমাধ্যমকে।