চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট

নিজস্ব প্রতিবেদক:- চালু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট। রোগী কল্যাণ সমিতির বৈঠকে দ্রুত ট্রমা কেয়ার ভবনটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল।সেই মত বৃহস্পতিবার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নির্দেশে চালু করা হল ভবনটি। আপাতত হাসপাতালের সাজিক্যাল, অর্থপেডিক বিভাগ চালু করা হয়েছে ট্রমা ভবনে। হাসপাতালের পুরনো ভবনে সার্জিক্যাল ও অর্থপেডিট বিভাগের সমস্ত রোগীদের স্থানান্তরিত করা হয়েছে। আগামি কয়েক দিনের মধ্যেই সারার্জি ও ক্যানসার বিভাগ চালু হবে। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, আপাতত হাসপাতালে পুরনো ভবন থেকে সার্জিক্যাল অর্থোপেডিক ওয়ার্ড এর সমস্ত রোগীদের নতুন ভবনে নিয়ে আসা হয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আগামী কিছুদিনের মধ্যেই পুরোপুরি ভাবে ট্রমা ইউনিট এর সমস্ত বিভাগগুলি চালু করা হবে।মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আধুনিক চিকিৎসা পরিকাঠামো ও উন্নত পরিষেবার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে ট্রমা কেয়ার ইউনিট। নিউরো চিকিৎসা ব্যবস্থা না থাকায় এতদিন গৌড় বঙ্গের তিন জেলার রোগীদের চরম সমস্যায় পড়তে হতো। পথদুর্ঘটনায় যখন রোগীদের চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যেতে হতো। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ভবনটি চালু হওয়ায় পথ দুর্ঘটনায় জখম রোগীদের আর কলকাতা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা ইউনিটেই নিউরোসার্জারি পরিষেবা দেওয়া সম্ভব হবে। নবনির্মিত এই ভবনটিতে সমস্ত বিভাগ মিলিয়ে মোট ২০০ টি বেড রয়েছে। ক্যান্সার রোগের চিকিৎসা ও চালু হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা ভবনে। রোগীদের রেডিওথেরাপি বিনামূল্যে দেওয়া হবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই। আপাতত মালদা মেডিকেল কলেজের পুরুষ এবং মহিলা সার্জিক্যাল ও অর্থোপেডিক বিভাগ স্থানান্তরিত করার হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে।মেডিকেল কলেজের মেনগেট এবং জরুরি বিভাগের সামনে এই দুটি মূল বিভাগ স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । বড় বড় হরফে লেখা বিজ্ঞপ্তির মাধ্যমে রোগী ও তাদের আত্মীয়দের জানিয়ে দেওয়া হয়েছে এই দুটি বিভাগ স্থানান্তরিত করার কথা।উল্লেখ্য , মালদা মেডিক্যাল কলেজে সার্জিকাল এবং অর্থোপেডিক বিভাগ ক্রমাগত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে পুরনো বিল্ডিংয়ে এই দুটি পুরুষ ও মহিলাদের বিভাগ এতদিন ছিল। সেই বিভাগ দুটিতে নতুন করে উন্নততর করার উদ্যোগ নিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রোগীদের চিকিৎসা পরিষেবায় সুবিধার কথা ভেবেই এই দুটি বিভাগ স্থানান্তরিত করার বিজ্ঞপ্তি জারি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ট্রমা কেয়ার ভবনে অর্থোপেডিক ও সার্জিক্যাল বিভাগের রোগীদের স্থানান্তরিত করা হলেও অস্ত্রোপচার এখনো পুরনো বিল্ডিং এই চলবে। নতুন ট্রমা কেয়ার ভবনের আধুনিক অপারেশন থিয়েটার গুলি এখনো চালু করা হয়নি। তাই আপাতত হাসপাতালে পুরনো ভবন এর অপারেশন থিয়েটারে চলবে রোগীদের অস্ত্রোপচার। আগামী কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ট্রমা কেয়ার ইউনিট চালু করা হবে বলে জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তারা।