ছাত্রীদের প্রতি অশালীন আচরণ এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলেরই দুই শিক্ষকের বিরুদ্ধে।

নতুন গতি নিউজ ডেস্ক, মালদা, ৩১ জুলাই।  পঞ্চম থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের একাংশ ছাত্রীদের প্রতি অশালীন আচরণ এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলেরই দুই শিক্ষকের বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বালুচর এলাকার হিন্দি হাইস্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। ওই স্কুলের ছাত্রছাত্রীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান । পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই শিক্ষককে ঘর বন্দি করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । কিন্তু পুলিশের সামনে শিক্ষকদের আটকে রেখে চলে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। ওই দুই শিক্ষকের এহেন আচরণের খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা। তারাও বিক্ষোভ দেখাতে থাকেন।

    বিভিন্ন ক্লাসের ছাত্রীদের অভিযোগ, স্কুলের দুই শিক্ষক রাজেশ সাহা এবং স্নেহাশীষ সিং বিভিন্ন সময়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের প্রতি অশালীন আচরণ করে। অনেকের শরীরে হাত দেয়। এরই প্রতিবাদ জানিয়ে এবং ওই দুই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভ দেখানো হয়েছে।

    এক অভিভাবক জানিয়েছেন, এদিন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দুই শিক্ষক শ্রীলতাহানি করে। এবং কাউকে না জানানোর হুমকি পর্যন্ত দেওয়া হয়। কিন্তু ওই ছাত্রীর কান্নাকাটি করা দেখেই স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীরা বিষয়টি তার কাছ থেকে জানে। আর তারপরই শুরু হয় বিক্ষোভ।

    এদিকে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ তালা বন্দির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের সামনেই অভিযুক্ত দুই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার রাম কোন মন্তব্য করেন নি। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।