|
---|
নিজস্ব প্রতিবেদক:-মাত্র কয়েক মিনিটের ঝড় (storm)। আর তাতেই লন্ডভন্ড হয়ে গেল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের (Danton) তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম।কিছুক্ষণের ঝড়ে তছনছ হয়ে গেল দাঁতনের তররুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম। স্থানীয় সূত্রে খবর মিলেছে, গতকাল অর্থাৎ শনিবার বিকেল ৫টা নাগাদ বাঁকুড়পাদা ও পালানিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যায় প্রবল ঝড়। ঝড়ের দাপটে উড়ে যায় বাড়ির চাল, ঘরের উপর উপড়ে পড়ে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি বাড়ি। প্রবল ঝড়ে প্রায় ১০০ একর ধানজমিরও ক্ষতি হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাঁতনের বিডিও। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলায়। বইতে পারে ঝোড়ো হাওয়াও। তীব্র গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসীকে কিছুটা স্বস্তি দিয়ে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। পাশাপাশি আবহবিদরা জানিয়েছেন, প্রবল তাপের প্রভাবে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বাড়তে থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি