দুঃস্থ মেধাবী পড়ুয়ার পাশে আবারও “উদ্যোগ” পরিবার

দুঃস্থ মেধাবী পড়ুয়ার পাশে আবারও “উদ্যোগ” পরিবার

    জাহির হোসেন,নতুন গতি : এক দুঃস্থ মেধাবী পড়ুয়ার পাশে আবারও “উদ্যোগ” পরিবার। পড়ুয়ার নাম রাকিয়াজ মোল্লা। বাবা দিনমজুর, মা সেলাইয়ের কাজ করেন। দরিদ্র পরিবারের এই সন্তানই মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করে নজর কেড়েছে সকলের। কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এই পড়ুয়ার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৮১।বাংলায় ৯৭, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, পদার্থ বিজ্ঞানে ৯৮ , ইতিহাসে ৯৭ ও ভূগোলে ১০০ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে সে।রাকিয়াজ উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়। তার ইচ্ছে আগামীতে ডাক্তার হওয়ার। কিন্তু বাধ সেধেছে দারিদ্রতা।

    দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় জন্য বইপত্র ও খাতা কলম দিয়ে সহযোগ করতে উদ্যোগ পরিবার সদা-সর্বদা প্রস্তুত ছিল। সেই মতো রাকিয়াজের পাশে দাঁড়ালো সোনারপুর উদ্যোগ। আপাতত তার আগামী দুই বছরের পড়াশুনোর যাবতীয় দায়িত্বভার গ্রহণ করলো সোনারপুর উদ্যোগ। গত ৬ই আগস্ট সোনারপুর উদ্যোগ পরিবারের পক্ষ থেকে রাকিয়াজের হাতে তুলে দেওয়া হলো ক্লাস ১১- এর বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ের বই, খাতা,ব্যাগ, ক্যালকুলেটর ও কিছু পেন প্রভৃতি।