ছান্দসিকের বসন্ত উৎসব

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: আবৃত্তি চর্চার সংগঠন ছান্দসিকের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনিলয়ে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। রবীন্দ্রনাথের মূর্তিতে ও হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন ছাদ্দসিকের সদস্য-সদস্যারা এবং অতিথি শিল্পীরা।

    উপস্থিত ছিলেন ছান্দসিকের প্রধান উপদেষ্টা বিদ্যুত পাল, সভাপতি বিশ্বজিৎ কুন্ডু, সঙ্গীত গুরু জয়ন্ত সাহা, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী ভারতী ব্যানার্জী, বাচিক শিল্পী অমিয় পাল, বাচিক শিল্পী মালবিকা পাল প্রমুখ। ছান্দসিকের পক্ষে উপস্থিত ছিলেন জয়া মুখার্জী, মৃদুলা ভূঁইয়া, শুক্লা মুখার্জী, জয়তী কুণ্ডু, মধুছন্দা মাইতি, পার্থ দত্ত,সুমন ঘোষ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্থ কুণ্ডু, মন্দিরা কুণ্ডু রথীন দাস, মেখলা মাইতি‌, অনিন্দ্য সুন্দর সেন,সুমন্ত সাহা,অজন্তা রায়,অনামিকা তেওয়ারি,সুব্রত মহাপাত্র, পাঞ্চালি চক্রবর্তী,রত্না দে, নরোত্তম দে সিদ্ধার্থ সাঁতরা, অভিনন্দন মুখোপাধ্যায়, নবনীতা মিশ্র, সুশান্ত ঘোষ, সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস,,রাজশ্রী মন্ডল, সুদীপ্তা দে, নিসর্গ নির্যাস মাহাতো,রিমা কর্মকার,দীপেশ দে, রাজীব কুন্ডু ,সুমনা ভট্টাচার্য, মুস্তাফিজুর রহমান, মৌসুমী মান্না,ইন্দ্রদীপ সিনহা,পরেশ দাস সহ মেদিনীপুরের সংস্কৃতি, সমাজসেবার সাথে যুক্ত বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়া মুখার্জি।