গঙ্গা ভাঙন আতঙ্কে নদীর চর থেকে মাটি কাটার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

নতুন গতি ডিজিটাল ডেস্ক: গঙ্গা ভাঙ্গনের আতঙ্কে নদীর চর থেকে মাটি কাটার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বৃহস্পতিবার সকালে কালিয়াচক-৩ নং ব্লকের কৃষ্ণপুর অঞ্চলে গঙ্গার চড়ে বিক্ষোভ দেখান গঙ্গা পারের মানুষেরা। গ্রামবাসীদের বিক্ষোভের আঁচ পেয়ে জেসিবি মেশিন ছেড়ে পালিয়ে যায় চালকরা। গ্রামবাসীদের অভিযোগ, রাতদিন জেসিবি মেশিন দিয়ে নদীর চড় কেটে মাটি নিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা।

    এর ফলে ভবিষ্যতে ভাঙ্গন শুরু হতে পারে কালিয়াচক-৩ নং ব্লকের কৃষ্ণপুর অঞ্চলের। চকবাহাদুরপুর,পারচকবাদুরপুর,শক্তি মন্ডল পাড়া,ভবানী মন্ডল। পাড়া, চরসুজাপুর,শুকদেব মন্ডল পাড়াসহ বেশ কয়েকটি গ্রাম নদী ভাঙ্গনে তলিয়ে যাওয়ার আশঙ্কা করে চড়ের মাটি কাটার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামের মানুষেরা। তারা জানান, চড়ের মাটি কাটা বন্ধের জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান তারা কিন্তু কোনো সুরাহা হয়নি। তারা সাফ জানিয়ে দেন যদি চড়ের মাটি কাটা বন্ধ না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।