|
---|
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথির আগমন ঘটলো, সাদা বাঘিনী কিকা জন্ম দিল শাবকের। প্রসঙ্গত এই বিষয় জানা গেছে বেঙ্গল সাফারি পার্কে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১। সংশ্লিষ্ট পার্ক সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে ১২ ই জুলাই সাদা বাঘিনী কিকা, দুটি শাবকের জন্ম দেয়। যার মধ্যে একটি শাবক মৃত, অবশ্য অপরটি ভালো রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে ২৪ ঘন্টা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে মা ও শাবককে। স্বাভাবিকভাবে নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া সাফারি পার্কে।