|
---|
নিজস্ব সংবাদদাতা : পর্যটনকেন্দ্র হিসাবে জলপাইগুড়িকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। এই প্রকল্পকে ঘিরে রাজষ সরকারের তরফে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের তরফে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই উদ্যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রশাসন সূত্রে খবর, জলপাইগুড়ি শহরের আশেপাশে ভামরি দেবী মন্দির, গর্ভেশ্বরী মন্দির, দেবী চৌধুরানী মন্দির সহ একাধিক মন্দির রয়েছে। কিন্তু অনেকেই সেকথা জানে না। বিগত দিনে ঠিকভাবে প্রচার পায়নি। ঠিকভাবে প্রচার না পাওয়ার জন্য এই সব জায়গায় পর্যটকদের আনাগোনাও কম। আগামীদিনে যাতে পর্যটকদের ঠিকভাবে আকৃষ্ট করা যায়, তার জন্য বিশেষ উদ্যোহ নিচ্ছে শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। এদিকে যেমন মন্দিরগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি রাস্তা সংস্কারের কাজেও হাত লাগানো হয়েছে।এই প্রসঙ্গে শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, ‘পর্যটকদের টানতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এখানে পর্যটকরা এসে ফরেস্টে ঘুরতে যায়, তাই তাঁদের কথা মাথায় রেখেই নতুন পরিকল্পনা করেছি।’ পুজোর আগেই যাতে প্রকল্পের কাজ শেষ হয়ে যায়, সেই পরিকল্পনাই করেছে শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। সরকারের এই উদ্যোগকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কটাক্ষের সুরেই জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী জানান, ‘রাস্তাঘাটের অবস্থা যে খারাপ, সেটা আমরা বহুদিন ধরেই বলেছি। পুরসভা এতদিন ধরে কী করছিল? কলকাতা থেকে তৃণমূলের নেতারা সব আসবেন, ফুর্তি করবেন, এই জন্যই এই সব করা হচ্ছে।’ যদিও এই প্রসঙ্গে পাল্টা জবাব দিয়েছে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। তিনি জানান, ‘মানুষের ভালো চায় না বিজেপি। সবকিছুতেই রাজনীতি দেখে। সেজন্যই এই সব বলা হচ্ছে।’