শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: ব্যবসায়ীর ব্যাগের মধ্যে ছিল নগদ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ও সোনা – রুপার অলংকার। ঘটনা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাস্তার আশেপাশে থাকা দোকানদার ও এলাকাবাসীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার ও পানিট্যাঙ্কি আউটপোস্ট এর বিশাল পুলিশবাহিনী পৌঁছায় । এছারাও ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, পুলিশ আধিকারীক জয় টুডু ও ১২ ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সাহা।

    ওই ব্যবসায়রী বাড়ি ১২ নম্বর ওয়ার্ডে । পুলিশ সূত্রে খবর দুষ্কৃতীদের ধরতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ । তবে প্রশ্ন শান্তি ও সুরক্ষার দিক থেকে বহুল প্রচলিত শিলিগুড়িতের এই ধরনের ঘটনায় কি করে বা কারা ঘটাল । এর আগে বেশ কয়েক মাস আগে শিলিগুড়ি হায়দারপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতিরা হানা দিয়ে কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়।অবশ্য পুলিশ পরে দুষ্কৃতিদের আটক করে।
    স্বর্ণ ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ।

    সোমবার প্রদীপ পাল প্রতিদিনের মতো সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা ওই স্বর্ণ ব্যবসায়ীকে ধাক্কা মারে ফেলে দিয়ে রাস্তার ধারে । ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকলে কোনভাবেই ব্যবসায়ী হাত থেকে ব্যাগ ছাড়তে রাজি না হওয়ায় ফের ধাক্কা মেরে ফেলে দিলে মাথায় আঘাত পান ওই স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ পাল। সেই সুযোগে বাইকে করে আসা হেলমেটধারী দুই দুষ্কৃতী স্বর্ণ ব্যবসায়ীর হাত থেকে ছিনিয়ে নেয় ব্যাগ ।