গোটা জলপাইগুড়ি শহর জলমগ্ন

নিজস্ব সংবাদদাতা: গত চব্বিশ ঘন্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি জেলায়।

    অতিবৃষ্টির সতর্কতা ছিল আগেই । তবে মঙ্গলবার ভোর থেকে ব্যাপক বৃষ্টিতে জলপাইগুড়ি শহর এবং সদর ব্লকের বেশির ভাগ গ্রাম প্লাবিত ।

    বাহাদুর অঞ্চলের বাসুয়া পাড়া গ্রামের মধ্যে দিয়ে বইছে নদীর স্রোত , প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি ।অপরদিকে , জলপাইগুড়ি শহর প্রায় পুরোটাই জলমগ্ন । পুরসভার ২৫ টি ওয়ার্ডের রাস্তাঘাট , যেন নদীর রূপ নিয়েছে । সকাল ১০ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২০৮ মিলিমিটার , এই খবর লেখা পর্যন্ত চলছে বৃষ্টি।

    সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি শহর এবং আশপাশের গ্রাম গুলি অতি বৃষ্টির জেরে প্লাবিত । ইতিমধ্যে বিভিন্ন এলাকায় পুরসভা এবং সদর বিডিওর পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।