এবারকি ভূটানও চিনের দখলে চলে যাচ্ছে?

নিজস্ব সংবাদদাতা: এবারকি ভূটানও চিনের দখলে চলে যাচ্ছে। সম্প্রতি ভূটানের বাজারে দেখা গেছে চিনের লাল ফৌজকে। আর এর থেকেই কথা উঠেছে ভূটান কি চিন দখল করতে চলেছে?কারন বর্তমানে ভূটানের আর্থিক পরিস্থিতি একেবারেই ঠিক জায়গাতে নেই। জিনিসপত্রের দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে।শাক এবং সবজীর দাম ভারতের প্রায় তিনগুন।বাজারে মানুষের সংখ্যা দিনের পর দিন কমেই যাচ্ছে।বাজারে টাকার মুল্য বেড়ে গেছে।গ্যাসের দাম বেড়ে দাড়িয়ে ছে প্রায় দুহাজারের কাছাকাছি।এই পরিস্থিতির সূযোগ নিয়ে ভূটান দখল করতে চাইছে চীন।ভূটানের বাজারে চিনের জিনিস ছেয়ে গেছে। ভূটানের বাজার দখল করে গোটা পাহাড়ের দেশগুলিতে নিজেদের আধিপত্য তৈরী করতে চাইছে চিন।যদিও ভূটানের বিদেশমন্ত্রক এই অভিযোগ মানতে নারাজ তবুও গোয়েন্দা সুত্রে খবর আগামী বছরের প্রথমে দিকেই ভূটান দখল করতে চলেছে চিন।আর সেটা করতে পারলে যে চিন ব্যাবসায়ীক দিক থেকে অনেকটাই এগিয়ে যাবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।