|
---|
নিজস্ব সংবাদদাতা:হাসপাতাল সূত্রে খবর, বেশিরভাগই জ্বরে আক্রান্ত। এই সময় শিশুদের শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। তবে মশাবাহিত কোনও রোগের প্রকোপ এখনও পর্যন্ত দেখা যায়নি। মূলত ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।গড়ে ১০ -১৫জন করে শিশু রোজই ভর্তি হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জ্বরে গা পুড়ে যাচ্ছে অনেকের। উদ্বিগ্ন অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে ছুটে আসছেন হাসপাতালে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে একই বেডে দুজন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু বিভাগে কার্যত ঠাঁই নেই অবস্থা। কিন্তু কেন এই পরিস্থিতি হচ্ছে?সূত্রের খবর, মূলত ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর সঙ্গে স্ক্রাব টাইফাস রোগে আক্রান্ত শিশুরাও রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তবে চিকিৎসকদের একাংশের মতে, আতঙ্কের কিছু নেই। বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তন সব মিলিয়ে সমস্যা দেখা দিচ্ছে। শিশুদের চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।তবে মশাবাহিত কোনও রোগের প্রকোপ এখনও পর্যন্ত দেখা যায়নি। মূলত ভাইরাস ঘটিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, শিশুদের জ্বর এলে করতে হবে। জ্বর কতটা উঠছে সেটা খেয়াল রাখতে হবে। খুব জ্বর যাতে উঠে না যায় সেটা দেখাটাও জরুরী।