|
---|
মালদা, ১০ নভেম্বর: মোবাইল কেনাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে জখম হলো তিনজন। আহতদের মধ্যে দুইজন মহিলা রয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার দামোদরটোলা এলাকায় । এই ঘটনা আক্রান্তের পরিবার হামলাকারী ফিরেন মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম নগরদীপ মন্ডল (৫৫), তার স্ত্রী ঊষা রানী মন্ডল (৪৮) এবং মেয়ে রুম্পা মন্ডল (২১)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন আগে নগরদীপ মন্ডলের ছেলে ফিরেন মন্ডলের ছেলের কাছ থেকে একটি মোবাইল কিনে ছিল। সেই মোবাইল খারাপ হয়ে গিয়েছিল। বুধবার সকালে এই কথা বলতে গেলে অভিযুক্ত ফিরেন মন্ডল তার ছেলে এবং দলবল নগরদীপ মন্ডলের পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ।পুলিশ জানিয়েছে,পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।