|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদ, মহিলাদের শ্রীলতাহানি মারধর আক্রান্ত জেরে একই পরিবারের চারজন অসহায় পরিবার দ্বারস্থ ইংরেজবাজার থানা পুলিশের কাছে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লিচু মোড় এলাকায়। অভিযুক্ত ছোটন সাহা সহ বেশ কয়েকজন এর নামে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তদের পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে ইংরেজবাজার থানার নরহাটা পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্ত কুমার পাল। স্থানীয় লিচু মোরে তাদের ৩৩ শতক জমি রয়েছে। অভিযোগ সেই জায়গা দখল নিতে চাইছে ছোটন সাহা। এই নিয়ে মাঝে মধ্যেই তাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। আজ দলবলে ছোটন সাহা তাদের পরিবারের উপর হামলা করে। মহিলাদের শ্রীলতাহানি করা হয় পরনের শাড়িও ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সীমান্ত কুমার পাল আজ সপরিবারে প্রাণভয়ে ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।