চাঁচল ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল বাইকরেলি

 

    নতুন গতি ওয়েব ডেস্ক:গত ২৩ শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে কলিকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল রাজনীতি প্রভাবিত কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে পশ্চিমবাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অপমান করার বিরুদ্ধে এবং পশ্চিম বাংলার মানুষ কে অবমাননার বিরুদ্ধে ওকেন্দ্র সরকারের অনৈতিক কৃষি বিল, পেট্রোল, ডিজেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁচল২ ব্লক ধানগড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি বিশাল বাইক রেলী বের করা হয় উক্ত বাইক রেলিটিতে। উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কো-অর্ডিনেটোর আব্দুর রহিম বক্সী। চাঁচল ২নং ব্লক তৃণমূল যুব সভাপতি জয়দেব ঘোষ সহ যুব নেতা বাবু বক্সী সহ আরও অনেকেই এদিনকার বাইক রিলিটি ধানগড়া বিষম ফুটবল মাঠথেকে শুরু হয়ে আলঙ্গী বাজার রণঘট , বালুয়াঘাট , ধানগড়া অঞ্চলের বিভিন্ন গ্রামপরিক্রমা করে।