অসুস্থ বিজেপি কর্মীর মাকে দেখতে তৃণমূলের যুব সভাপতি

অতনু ঘোষ, মেমারি: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল সমগ্র বাংলা। বহু বিজেপি কর্মী সমর্থকরা বহুদিন ধরে ঘরছাড়া ছিল। কোথাও আবার দেখা গেছে তৃণমূল কংগ্রেসের মানবিক উদ্যোগে ঘরে ফিরেছেন ঘরছাড়া বিজেপি পরিবারগুলি। বর্তমানে করোনার সাথে মোকাবিলায় দাঁতে দাঁত টিপে লড়াই করছে সরকার থেকে সাধারণ মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। লড়াইয়ের ময়দানে বাইরে নেই শাসকদলের জনপ্রতিনিধিরাও। কিন্তু বামফ্রন্টের রেড ভলেন্টিয়ার ছাড়া বিরোধী বিজেপি দলের কোন নেতাকর্মীকে এই অতিমারি করোনার বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে সেভাবে দেখা যায়নি। পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস প্রতিনিয়ত মেমারির পথে বাজারে করোনা মোকাবিলায় মানুষকে সচেতন করছে। এদিন মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের এক ভিন্ন কর্মকাণ্ডের সাক্ষী হয়ে রইল মেমারিবাসী। মেমারি বিজেপি কর্মী অভিজিৎ ধারার মা বর্তমানে অসুস্থ। সেই খবর পেয়ে এদিন মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরা প্রয়োজনীয় ওষুধপত্র ও বেশকিছু খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন অভিজিৎ ধারার বাড়িতে এবং অভিজিৎ ধারার পরিবারের হাতে সেগুলো তুলে দেন। গত নির্বাচনী প্রচারে সৌরভ সাঁতরা বলেছিলেন যে “2021 এ ক্ষমতায় এসে আমরা বিজেপি কর্মীদের অত্যাচার করবো না বরং বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে দেব।” সৌরভ সাঁতরার আজকের এই মানবিক কর্মকাণ্ড প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সাহায্য পেয়ে খুশি বিজেপি কর্মী অভিজিৎ ধারার পরিবার।