বউমার অত্যাচারের প্রতিশোধ নিতে নাতিকে কুয়োয় ফেলে খুন ঠাকুমার !

নিজস্ব সংবাদদাতা : ছেলে-বউমা অত্যাচার করতেন। তার শোধ নিতে নাতিকে কুয়োয় ছুড়ে মেরে ফেলার অভিযোগ উঠল ঠাকুমার বিরুদ্ধে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায়। মৃত বাচ্চাটির বয়স ৫ বছর। তার নাম ফৈজল আনসারি রোজ। নাতিকে খুনে অভিযুক্ত ঠাকুমাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃতের বাবা-মায়ের অত্যাচারের প্রতিশোধ নিতেই তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন অভিযুক্ত।ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার কাটকামাসান্দি থানার অন্তর্গত উলাং গ্রামের বাসিন্দা সার্বরী খাতুন। তাঁর বিরুদ্ধেই নাতিকে খুনের অভিযোগ উঠেছে। ছেলে, বউমা, নাতির সঙ্গেই থাকেন তিনি। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পর পাঁচ বছরের ফৈজলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেদিন ফৈজলের পরিবারের লোক এবং গ্রামবাসীরা সারা রাত খোঁজখুজি করেন। এর পর একটি কুয়োর কাছে ফৈজলের জুতো পাওয়া যায়। সেই কুয়োর ভিতর থেকে ফৈজলের দেহ উদ্ধার হয়। তার গলায় বাঁধা দড়িতে ২টি ইটও ঝোলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।এই দেহ উদ্ধারের পর পুলিশে অভিযোগ দায়ের হয়। নিজের মা সার্বরী খাতুনকেও সন্দেহের তালিকায় রেখেছিলেন ফৈজলের বাবা। সেই মতো পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন সার্বরী। নাতিকে খুন করার কথা স্বীকার করে নেন। ছেলে-বউমার অত্যাচারের প্রতিশোধ নিতেই তাঁদের সন্তানকে খুন করেছেন বলে পুলিশকে জানিয়েছেন অভিযুক্ত।