সাইবার হানা থেকে বাঁচাতে, এবার রাজ্য সরকারের ওয়েবসাইটগুলোর অডিটের পালা

নিজস্ব প্রতিনিধি : রাজ্য তথ্য, প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের ওয়েবসাইটগুলোর অডিট করবে সাইবার হানা থেকে বাঁচানোর জন্য।

    তথ্য, প্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সম্প্রতি সাইবার নিরাপত্তা বিষয়ক একটি সমাবেশে এই ঘোষণা করেন।

    এই অডিট করার জন্য দপ্তর ইতিমধ্যেই কয়েকটি প্রসিদ্ধ অডিট সংস্থার নাম তালিকাভুক্ত করেছে। সাইবার হানা থেকে বাঁচার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে তা নিয়েই বিভিন্ন ওয়েব ডেভেলপারদের পাঠ দেবে এই অডিট সংস্থাগুলি।

    এর জন্য ইতিমধ্যেই সমস্ত সরকারি সংস্থাকে নির্দেশিকা দেওয়া হয়েছে সাইবার হানার বিরুদ্ধে নিরাপত্তা জোরদার করতে এবং তাদের ওয়েবসাইটের ভার্সান ইন্টারনেট প্রোটোকল ভার্সান ৪ থেকে বাড়িয়ে ৬ করতে। এর ফলে হানাবাজদের চিহ্নিত করতে পুলিশের অনেক সুবিধা হবে।