|
---|
নিজস্ব সংবাদদাতা : জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হাড় হিম করা স্টার্ট করে চমকে দিলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। সম্প্রতি দর্শক মহল তার স্কাই ড্রাইভিং স্টান্ট দেখেছিল। সেই রেশ কাটতে না কাটতে, দর্শক মন্ডলীকে অবাক করে দিলেন অভিনেতা টম ক্রুজ। মিশন ইম্পসিবল সিরিজের নতুন সিনেমার স্টান্ট করলেন তিনি। নিজের টুইটার একাউন্টে একটি নয় মিনিটের ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও দেখে চক্ষু ছানাবড়া অনেকের। ভিডিওটা দেখা যাচ্ছে নরওয়ের একটি পাহাড়ের ramp থেকে নিচে একটি খাদের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঝাঁপ দিচ্ছেন। খাদে মোটরসাইকেল নিয়ে ঝাঁপ দেওয়ার মুহূর্তে পরিচালক মাথায় হাত দিয়ে বসে ফেলেন। তবে একেই বলে টম ক্রুজ, ৬০ বছর বয়সেও একেবারে পারফেক্ট। স্টান্ট সম্পূর্ণ করার পর তিনি পরিচালক কে জানান আরো কিছুক্ষণ হাওয়ায় মোটরসাইকেল রাখতে পারছেন তিনি।