|
---|
নিজস্ব সংবাদদাতা : হরিয়ানার গুরুগ্রামে মর্মান্তিক ঘটনা! প্রেম করে বিবাহের পরে ভয়ঙ্কর পরিণতি স্ত্রীর। গুরুগ্রামের ভন্ডসি এলাকায় এক ব্যক্তি তার ৩১ বছর বয়সী স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ। মৃত মহিলার নাম সীমা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে গুরুগ্রাম পুলিশ।
মৃতের ভাই মুকেশের অভিযোগ, বুধবার দুপুর আড়াইটে নাগাদ তার শ্যালক অনিল তাকে ফোন করে জানায় যে তার বোন ভাল নেই এবং তাকে গুরুগ্রামে আসতে বলা হয়।পুলিশ জানিয়েছে, যে অনিলের সঙ্গে সীমার প্রেম করে বিবাহ হয়েছিল এবং তাদের একটি ১ বছরের মেয়েও আছে। বাড়িতে ঢুকেই বোনকে মৃত অবস্থায় দেখে মুকেশ। সীমার গলায় আঁচড় ও আঘাতের চিহ্নও দেখা গিয়েছে।
সীমার গলায় পেরেকের চিহ্নও ছিল বলে অভিযোগ করেন সীমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরও বিষয়টি জানা যাবে।একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন যে অনিলের বিরুদ্ধে খুনের অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছে।