গর্তে পড়ে উল্টে গেল পাট বোঝাই ট্রাক্টর, রাস্তা সংস্কারের দাবি স্থানীয়দের

 

    নতুন গতি,মালদা ১২ফেব্রুয়ারী: খানাখন্দে ভরা রাস্তা। কোথাও পিচ, পাথর উঠে গিয়ে গর্তে জল জমে রয়েছে। তার উপরে রয়েছে অসংখ্য স্পিড ব্রেকার। সেই খন্দ পথে দ্রুতবেগে যাওয়ার সময় উল্টে গেল পাট বোঝাই ট্রাক্টর। অল্পের জন্য প্রাণে বেঁচেছে ড্রাইভার ও অন্যান্য সাথী।

    মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের অন্তর্গত হরিশ্চন্দ্রপুর হাসপাতাল গামী সড়কে সংগঠন সমিতির সামনে পাট বোঝাই ট্রাকটর উল্টে গেল রাস্তার বেহাল দশার জন্য। হতাহতের খবর না এলেও ট্রাকটর উল্টে যাওয়ায় জানজট সৃষ্টি হয়েছে এলাকায়,জানা গেছে সংগঠন সমিতির সামনে রাস্তা খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ রাখতে পারেনি গাড়িটি। রাস্তার খানাখন্দে ট্রাকটরের চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে পাট বোঝাই ট্রাকটরটি উল্টে যায় রাস্তার মধ্যেই। কোনো হতাহতের খবর না এলেও দীর্ঘদিন ধরে ওই রাস্তাগুলির বেহাল দশার জন্য ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন তারা। রাস্তার পিচ, বোল্ডার উঠে গিয়ে ডোবার চেহারা নিয়েছে। রাস্তা খারাপের জন্যই নিত্যদিন কোনো না কোনো দুর্ঘটনা হতেই থাকে।

    স্থানীয় সূত্রে খবর এর আগেও এই রাস্তায় অ্যাক্সিডেন্টের মতো দুর্ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে প্রসাশনের দ্বারস্থ হলেও এখনও প্রসাশনের টনক নড়েনি। এলাকার মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তার উপর দিয়ে স্কুল,অফিস,ব্লক, হাসপাতাল যাতায়াত করেন এবং রাস্তার দুরাবস্থার জন্য তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা ভাঙতে ভাঙতে বিপজ্জনক হয়ে পড়েছে। তবু রাস্তা সংস্কারে কোনও হুঁশ নেই প্রশাসনের।

    স্থানীয় বাসিন্দা মহম্মদ আনোয়ার জানান, “এখানে রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ পড়ে আছে। প্রায়শই অ্যাক্সিডেন্ট হয়। সাধারণ মানুষ প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়।”

    অন্য এক বাসিন্দা ভাগু দাস বলেন, “রাস্তা খারাপের জন্য ট্রাকটরটি উলটে গেছে। প্রায় তিন-চার বছর রাস্তার কোনো সংস্করণ হয়নি।

    এলাকাবাসীর প্রায় সকলেরই অভিযোগ, “রাস্তার কারনে এখানে হামেশাই অ্যাক্সিডেন্ট হতে থাকছে,আমাদের প্রচন্ড অসুবিধা হচ্ছে। কয়দিন আগেই একটা বড়ো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সবাইকে জানিয়েছি কিন্তু রাস্তার কাজ করবো বলেও এখনও করেনি। আজ একটা প্রাণ গেলে কে তার দায়িত্ব নেবে?”