|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র এলাকার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নস্করের সমর্থনে আজ টাউনশিপের হ্যালিপ্যাড ময়দানে ছিল নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা।
সভাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকেদের ভীড় ছিল চোখে পড়ার মত। নরেন্দ্র মোদীর সভা শেষে কর্মী সমর্থকদের নিয়ে ফিরে যাওয়ার পথে ভবানীপুর থানা এলাকার বাড়সুন্দরায় হলদিয়া মেচেদা জাতীয় সড়কে একটি ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ঘটনায় একাধিক বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জখম হওয়া ব্যক্তিদের হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে জখম ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে হলদিয়ার তৃণমূল কর্মীদের। তৃণমূল কর্মীরা বলেন, মানবাধিকার উর্ধে রাজনীতি নয়। মানুষের পাশে থাকাই মানবিকতা।