মাদ্রাসার ফাইনালের পরীক্ষা নির্বিঘ্নেই : পূর্ব-বর্ধমান

জাহির আব্বাস :  পূর্ব বর্ধমানে নির্বিঘ্নে শেষ হল প্রথম দিনের মাদ্রাসা বোর্ডের বাংলা বিষয়ের হাই মাদ্রাসা ,আলিম ও ফাজিলের পরীক্ষা। জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় আটটি পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসার পরীক্ষা চলছে। এ বছর পূর্ব বর্ধমানে হাই মাদ্রাসার ১৪৪২, আলিমে ১৭৮ উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিলে ৬৪ জন মিলিয়ে মোট ১৬৮৪ জন পরীক্ষার্থী ছিল। যেখানে গতবারে পরীক্ষার্থী ছিল প্রায় ১১৩৪ জন। শিক্ষার অধিকার আইন মোতাবেক গত বছর ছয় বছরের কম বয়সের শিক্ষার্থীদের প্রথম শ্রেণিতে ভর্তি করার উপর বিধি নিষেধ জারি হওয়ায় অনেক শিক্ষার্থীকে একই শ্রেণিতে দুবছর থাকতে হয়। তার জেরে একটি শ্রেণিতে ব্যাপক হারে কমে গিয়েছিল শিক্ষার্থী সংখ্যা। সেই রেশ ই গত বারের মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। সেই হিসাবে সামনের বছর শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবার যে সম্ভাবনা ছিল তা কিন্তু হয় নি। উল্লেখ্য, ২০২২ সালে যেখানে সংখ্যাটা ছিল প্রায় ২৩০০ । স্বভাবতই সেই হারে সংখ্যাটা বাড়েনি। কেন এমনটা হল, এ প্রসঙ্গে জেলা মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু দপ্তরের আধিকারিক বিনয় কৃষ্ণ বিশ্বাস জানান, “বিষয়টি নিয়ে আমরা ভাবছি।” যদিও সূত্রের খবর, শুধু মাদ্রাসা নয় স্কুলগুলিতেও স্কুল ছুটের সংখ্যা বেড়েছে। অন্যদিকে, মাদ্রাসার পরীক্ষার সেন্টার যেহেতু কম,তাই অপেক্ষাকৃত দূর-দূরান্ত থেকে ছেলেমেয়েদের বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যেতে হয়। যেমন, মঙ্গলকোট হাই মাদ্রাসার পরীক্ষাথীদের সেন্টার পড়েছে প্রায় ৩৫ কিমি দূরে বর্ধমান হাই মাদ্রাসায়।পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা নিয়ে একটু বিতর্ক উঠেছিল। কিন্তু, জেলার সব কেন্দ্রেই প্রথম দিনের বাংলা পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।