শেষ হল ওয়েদার ব্রীজের নির্মাণ কাজ, শুরু হয়েছে যানবাহন চলাচল

নতুন গতি নিউজ ডেস্ক: বালাসন নদীর মাঝখানে ওয়েদার ব্রীজের নির্মাণ কাজ শেষ হল। আজ সকাল থেকে পুলিশ প্রশাসনের নির্দেশে যানবাহন চলাচল শুরু হয়েছে।

    ওয়েদার ব্রীজের দৈর্ঘ্য প্রায় ৪৪ মিটার। একই সেতু দিয়ে যাওয়ার জন্য প্রায় ২০০ মিটার রাস্তাও প্রস্তুত করা হয়েছে। এই সেতুটি নির্মাণে মোট ৭০ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রায় ১ মাস সময় লেগেছে এই সেতুটির নির্মাণকার্যে। বর্তমানে ওয়েদার ব্রীজ ও সড়কের ওপর পীচ বসানোর কাজ চলছে।

    ওয়েদার ব্রীজ দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    সেতুর উপর থেকে মালবোঝাই ট্রাক, বাইরের রাজ্যে যাওয়া বড় বাস এবং ই-রিকশা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও ওয়েদার ব্রীজ থেকে শুধুমাত্র স্কুল বাস, প্রাইভেট ভেহিকল, টু হুইলার, যাত্রীবাহী যান চলাচল করতে পারবে। সেতুর ওপর দিয়ে চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া ব্যবস্থা করা হয়েছে।ওয়েদার ব্রীজের দুই পাশে নিরাপত্তার জন্য গার্ড ওয়ালও বসানো হচ্ছে।

    একইসঙ্গে এই ব্রীজটিকে ওয়ানওয়ে করা হয়েছে। শিলিগুড়ি থেকে আসা যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করবে। ওয়েদার ব্রীজ তৈরী হওয়ায় এখন বেইলি ব্রীজের ওপর চাপ কম হবে এবং জ্যামের সমস্যাও মিটেছে। ওয়েদার ব্রীজ দিয়ে চলাচল শুরু হওয়ায়  জন জনসাধারণ খুবই খুশি।