|
---|
নতুন গতি ,রাজেশ শাসমল: হলদিয়া,পূর্ব মেদিনীপুর:- শিল্প শহর হলদিয়ার বিভিন্ন স্থানে, ছুটির দিনে বৃক্ষরোপণ করে ও সাধারণ মানুষ কে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়ে তাক লাগাচ্ছে,হলদিয়ার একদল পরিবেশ প্রেমী এবং সুতাহাটা বিজ্ঞান মঞ্চের কর্মীরা। যাদের রীতিমতো সাহায্য করে চলেছে, হলদিয়ার এস,সি এস,টি ওবিসি ও সমাজ কল্যাণ সমিতির প্রতিনিধিরা। এদের সবাই কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তবুও ছুটির দিন এলে সকলে এক ছাতার তলায় এসে, বিভিন্ন ধরনের গাছ রোপণ করে চলেছে, নদীর তীর থেকে ইটভাটা সর্বত্র।
তাদের কথায় শুধু গাছ লাগাচ্ছি না এলাকার বাসিন্দাদের গাছ লাগানোর জন্য আহ্বান জানাচ্ছি।সময় পেলেই আবার তাদের নিয়ে বৃক্ষ রোপন এর উপকারিতা নিয়ে সচেতনতা শিবির করছি। আমরা সারা বছর গাছ কাটার প্রতিবাদ করে থাকি। এবং গাছে পেরেক মারা থেকে শুরু করে গাছের ছাল তোলার বিরুদ্ধে।যাতে কিছুটা হলেও পরিবেশ কে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি। এটাই আমাদের লক্ষ্য।গাছ বাঁচলে আমারও বাঁচবো।তাই আমার সবাই শপথ নিয়েছি প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে একাধিক গাছ লাগাবো। আপনারাও আমাদের সাথে এই কর্মসূচিতে যোগ দিন।এবং পরিবেশ কে রক্ষা করুন।আর আপনাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা কেউ অকারণে গাছ কাটবেন না এবং অন্যজন কে কাটতে দিবেন না।তবে দেখবেন আমাদের দেশে বৃক্ষের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে।